ফুটবল

লা লিগায় প্রায় ৬ মাস পর অ্যাওয়ে ম্যাচে বার্সার জয়

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে নভেম্বর ২০২১ ০৯:৫১:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লা লিগায় ১৪ ম্যাচ শেষে মৌসুমে প্রথমবার টানা দুই জয়ের স্বাদ পেল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে জাভির শিষ্যরা।

ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামে প্রায় ছয় মাস অ্যাওয়ে ম্যাচে কোন জয়ের দেখা না পাওয়া বার্সেলানা। লিগে জাভির সেকেন্ড ম্যাচ। 

শুরুতে থেকে দুদলের বল পজিশনে ১৯-২০, অ্যাটাকেও এগিয়ে ভিয়ারিয়াল। তবে ফার্স্টহাফ শেষ হয়েছে গোলশূণ্যতে। সেকেন্ড হাফের শুরুতে ভিয়ারিয়ালের জালে বল পাঠিয়েছে বার্সা। রেফারি অফসাইডে ফ্রেঙ্কির গোলটা বাতিল করলেও, ভিয়ার কথা বলেছে বার্সেলোনার পক্ষেই।

মাঝে একটা গোল শোধ দিয়েছে ভিয়ারিয়াল। তবে এর পর আরও দুইটা দিয়েছে বার্সা। 

ডেপাইয়ের গোলের পর লাস্ট মোমেন্টে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বাড়িয়েছেন ফিলিপে কুতিনিও। জাভির আন্ডারে বার্সা লিগে পেলো শতভাগ জয়। মে মাসের পর নভেম্বরে এসে তারা পেল লা লিগায় প্রথম প্রতিপক্ষের মাঠে জয়। চলতি মৌসুমেও ওদের প্রথম টানা দুই জয়। 

ইতালিয়ান লিগ সিরিয়াতে আতালান্তার বিপক্ষে খেলা ছিল য়্যুভেন্তাসের। একের পর এক আক্রমণে শুরুতে আতালান্টার ডিফেন্স লাইনে ভয় ধরিয়েছে তুরিণের ওল্ড লেডিরা। 

অ্যাটাক ভালো হলেও ফিনিসিংয়ে দূর্বল দিবালারা। ঐ সুযোগটাই কাজে লাগিয়েছে প্রতিপক্ষ। ম্যাচের একমাত্র গোলটা করেছেন আতালান্তার কলম্বিয়ান স্ট্রাইকার দূয়ান জাপাতা। ওর গোলেই জিতেছে গ্যাসকুয়েনির দল। 

এছাড়া খেলা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলানেরও। ভেনেজিয়ার বিপক্ষে ম্যাচে হাকান চানহালুলুর গোলে ফাস্ট হাফেই লিড নিয়েছে নাজিওনালে। 

ম্যাচের শেষ গোলটা এসেছে পেনাল্টি থেকে। লাস্ট মোমেন্টের গোলে ইন্টারের জয়ের ব্যবধান বাড়িয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। 

আরও পড়ুন