খেলাধুলা, ফুটবল

লিগ ম্যাচে জয় পেয়েছে বার্সা ও পিএসজি

Tanjia Khanam Borshon

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে জানুয়ারী ২০২২ ১১:৩২:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লা লিগায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর রাতে জয় পেয়েছে বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের একমাত্র গোলে আলাভেসকে হারিয়েছে বার্সা। আর এলচের সাথে ২-২ গোলে ড্র করেছে গ্যালাক্টিকোরা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেসির প্রত্যাবর্তণের রাতে জিতেছে পিএসজি। রেইমসের জালে একহালি গোল দিয়েছে প্যারিসিয়ানরা।  

অ্যাওয়ে ম্যাচে খেলা বার্সার। দেপর্তিভো আলাভেসের অতিথি কাতালান ক্লাবটা। শুরু থেকে একচেটিয়া ফুটবল খেলেছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। বল পজিশন আর অ্যাটাকে ধারেকাছেও নাই আলাভেস।তবু গোল যেন সোনার হরিণ।

সময় গড়িয়ে যায়, ফাস্টহাফ শেষ হয়েছে গোলশূণ্যতে, সেকেন্ড হাফের অবস্থাও একই। প্রতিটা আক্রমণই মুখ থুবড়ে পড়েছে  হতাশার দেয়ালে ধাক্কা খেয়ে।

মনে হচ্ছিল আরও একটা পয়েন্ট হারানোর রাত সহ্য করতে হবে কিউল ফ্যানদের। তখনই মোড় ঘুরে গেল। ৮৭ মিনিটে তোরেসের অ্যাসিস্টে ডাচ মিড ফ্রেঙ্কির গোলে জয় পেয়ে ৩ পয়েন্ট পায় বার্সা।

অন্যদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়নে খেলা ছিল পিএসজির। রেইমসের বিপক্ষের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে প্যারিসিয়ানরা। ম্যাচে লিগ নিতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। মৌসুমে প্রথম গোলের দেখা পান ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

পিএসজি ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পেয়েছেন স্প্যানিশ লেজেন্ড সার্জিও রামোস। সেকেন্ড হাফের শুরুতেই রামোসের সৌজন্য লিড হয়েছে ডাবল। এরপর আরও ২টা গোল দিয়েছে পিএসজি। একটা পেরেইরার আরেকটা আত্মঘাতি।

আর ৩২ দিন পর ইনজুরি থেকে পিরে জলে উঠতে পারেননি মেসি। 

আরও পড়ুন