বাংলাদেশ, জাতীয়, অপরাধ, রাজধানী, প্রবাস

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত: মানবপাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০২:৩০:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাব-৩ এর সিইও। গত দশ বছরে অন্তত তিনশ জন মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠান কামাল হোসেন। যাদের লিবিয়ায় পাঠানো হয়েছিলো তাদের মধ্যে বেশিরভাগই ছিলো টাইলস শ্রমিক। আটকের পর তার কাছ থেকে পাচারকারী চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এবং তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এই চক্রের মাধ্যমে এক মাসের প্রায় ৩০ থেকে ৩৫ জনকে লিবিয়ায় পাঠান তিনি। তবে, পাঁচ থেকে ছয়টি ব্যাংক এ্যাকাউন্ট পাওয়া গেছে তার নামে। এ্যাকাউন্টে টাকা পাওয়া গেলে মানি লন্ডারিং এর মামলা করা হবে বলেও জানান তিনি। তবে কোন রিক্রুটিং এজেন্সির কোন নাম পাওয়া যায়নি। এছাড়া, পাচারে তার জড়িত থাকার প্রমাণও পাওয়া যায়নি।  

আরও পড়ুন