আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে আবারও নৌকা ডুবি: ৫৭ নিহতের আশঙ্কা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০৮:২৬:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে ৫৭ জন নিখোঁজ হয়েছে। আশংকা করা হচ্ছে তাদের সবাই মারা গেছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র সাফা মিশেলি জানান, স্থানীয় সময় রবিবার লিবিয়ার পশ্চিম উপকূলীয় শহর খুমস থেকে ৭৫ অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। সোমবার নৌকা ডুবার পর ঘটনাস্থল থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার অধিবাসী। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সাথে বৈরী আবওহাওয়ার মুখোমুখি হয় । ডুবে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারীসহ দুই শিশু ছিল।

জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এ বছরের প্রথম ছয় মাসে অন্তত সাত হাজার মানুষকে সমুদ্র থেকে উদ্ধার করে লিবিয়া ফেরত পাঠানো হয়েছে।

২০১১ সালের পর থেকে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া প্রধান ট্রানজিটে পরিণত হয়েছে।

আরও পড়ুন