বাংলাদেশ, শিক্ষা

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১লা জুলাই ২০২০ ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শতবর্ষে পা দিল দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ- ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ১৯২১ সালের ১ লা জুলাই তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।

পরবর্তীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধসহ সব গণ-আন্দোলন ও সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। কোভিড-নাইনটিন উদ্ভূত পরিস্থিতিতে স্বল্প পরিসরে দিবসটি উদযাপন করা হচ্ছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১১টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইন সভা।

আরও পড়ুন