আন্তর্জাতিক, ইউরোপ

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই অক্টোবর ২০১৯ ০৩:৪১:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।

শততম নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের নাম ঘোষণা করেন নরওয়ের নোবেল কমিটি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার বা ১২ লাখ ৫০ হাজার ডলার পাবেন আবি আহমেদ। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টায় গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পায় ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস- আইসিএএন।আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন