শিক্ষা

শারীরিক উপস্থিতিতে প্রথম ক্লাস, উচ্ছ্বসিত নতুন শিক্ষার্থীরা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৯:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর মেডিক্যাল কলেজগুলোতে শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে পাঠদান।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনেই চলবে কলেজগুলোর শিক্ষা কার্যক্রম।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর সোমবার সকাল থেকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে প্রথমবারের মতো ক্লাসে অংশ নেয় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তাই তাদের উচ্ছ্বাস ছিল একটু বেশি। নবাগত শিক্ষার্থীদের সাথে এসেছিলেন অভিভাবকরাও। মেডিক্যাল শিক্ষার্থীদের প্রত্যাশা এতদিন অনলাইনে ক্লাসে অংশ নিলেও ব্যবহারিক শিক্ষার যে ঘাটতি ছিল তা দ্রুত পুষিয়ে নিতে পারবেন তারা।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করার কথা জানালেন কলেজ কর্তৃপক্ষ। দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

আরও পড়ুন