জেলার সংবাদ, অপরাধ

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রশিক্ষকের বিরুদ্ধে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ১১:২৬:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তিন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রশিক্ষক, ইন্সট্রাক্টর ও অধ্যক্ষের বিরুদ্ধে।

শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু হয় ২০১৭ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটি থেকে ৭টি কোর্সে ৪২ জন নারীসহ মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে। যার মধ্যে নারী প্রশিক্ষণার্থী ৪২ জন। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া মোটর ড্রাইভিং কোর্সে ভর্তি হন ৩ নারী প্রশিক্ষণার্থী।

নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগ, শুরু থেকেই প্রধান প্রশিক্ষক আব্দুর রাজ্জাক তাদের সঙ্গে খারাপ আচরণ ও বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি প্রতিষ্ঠানের অধ্যক্ষকে লিখিত জানিয়েও কোন ফল পাননি তারা। অধ্যক্ষের এমন আচরণে ক্ষুব্ধ সহপাঠীরাও।

তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন প্রশিক্ষক আব্দুর রাজ্জাক। আর, অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসের দিয়েছেন অধ্যক্ষ জাহাঙ্গীর আক্তার।

অন্যদিকে, ঘুষ নেয়াসহ দুর্নীতির নানা অভিযোগ অস্বীকার করেন ইনস্ট্রাকটর হাসানুর রহমান।

এদিকে, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।

আরও পড়ুন