গণপরিবহণে হাফ ভাড়া

শিক্ষার্থীদের বিআরটিএ কার্যালয় ঘেরাও আজ

Faruque

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৮:৪৯:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণপরিবহণে হাফ ভাড়া বাস্তবায়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ ছয় দফা দাবি না মানলে আজ বিআরটিএ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে এই ঘোষণা দেয় তারা।  

নীলক্ষেত মোড়ে দুটি ব্যানারে দাঁড়ায় শিক্ষার্থীরা। একটি হলো নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে। অপরটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। এর মধ্যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবি ৯টি।  আর সাধারণ শিক্ষার্থীদের দাবি দুটি। ৯ দফা দাবির মধ্যে সড়কে ঘটা দুর্ঘটনার ট্রাইব্যুনাল করে বিচার, সারা দেশে সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবি রয়েছে।

এদিকে, সাধারণ শিক্ষার্থীদের দাবির মধ্যে গণপরিবহণে হাফ ভাড়া বাস্তবায়ন ও নারীদের নিরপত্তার দাবি রয়েছে।  

আরও পড়ুন