অর্থনীতি, রাজধানী

শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে নভেম্বর ২০২১ ১২:৪৮:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে আরও কিছুটা কমেছে শীতের সবজির দাম। যদিও ক্রেতার অভিযোগ দাম এখনো চড়া।

রাজধানীর খিলগাও তালতলা কাঁচা বাজার। শীতের সবজির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। দামও কমতির দিকে। 

এ বাজারে বাধাকপি ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৩৫/৪০ টাকা আর লাউ প্রতিটি ৬০/৭০ টাকা। এছাড়া পেপে ২০, শিম ও মুলা ৪০, আর বেগুন মানভেদে ৪০/৮০ টাকা কেজি।

তবে চড়া আমদানি করা ভারতীয় টমেটোর দাম। বিক্রি হচ্ছে ১২০/১৪০ টাকা কেজি। ক্রেতারা বলছেন, শীতের সবজি এখনো হাতের নাগালের বাইরে।

বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫৫/৬০ টাকা কেজি। আর ভারতীয় ও মিয়ানমারের পেঁয়াজ ৪০ টাকা, চীনা আদা ১২০।

বিক্রেতারা বলছেন, বাড়তি চীনা রসুনের দাম।  ১২০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকা কেজি।

কিছুটা স্বস্তি আছে মুরগির বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫৫/১৬০ আর কক মুরগি ২৮০ টাকা কেজি।

তবে বাজারে বেশ চড়া মাছের দাম। চাষের মাছ কিছুটা নাগালে থাকেলও দেশি মাছ স্বল্প আয়ের মানুষের ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে বলে জানান ক্রেতারা।

এ বাজারে তিন কেজি বা তার বড় আকারের রুই কাতল বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। এছাড়া পাবদা ৪০০ ও গোলসা ৬০০ টাকা কেজি। 

দাম বেশি হওয়ায় রাজধানীর এ খুচরা বাজারে মাছের ক্রেতাও ছিল তুলনামুলক কম।

আরও পড়ুন