অন্যান্য খেলা

শুরু হচ্ছে উইম্বলডনের ১৩৪তম আসর

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুন ২০২১ ০৬:০৬:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ থেকে শুরু হচ্ছে উইম্বলডনের ১৩৪তম আসর। টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনের প্রথম দিনে কোর্টে নামবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ জ্যাক ড্র্যাপার। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টা।

১৮৭৭ সালে প্রথমবারের মতো লন টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা এখন উইম্বলডন ওপেন নামে পরিচিত। গ্রাসকোর্টের লড়াইয়ে সবচেয়ে বেশি শিরোপা সুইস তারকা রজার ফেদেরারের। সর্বোচ্চ আটবার উইম্বলডন জিতেছেন তিনি।

এদিকে, উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নারীদের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। পায়ের পেশির চোটের কারণে সরে দাঁড়িয়েছেন এ রোমানিয়ান তারকা।

এছাড়া, ফ্রেঞ্চ ওপেনের মাঝপথে সরে যাওয়া নাওমি ওসাকাও খেলবেন না উইম্বলডনে। বিশ্রামের কারণে ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা রাফায়েল নাদালও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন