বিজ্ঞান ও প্রযুক্তি

শুরু হলো নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ-২০২০ আবেদন প্রক্রিয়া

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে আগস্ট ২০২০ ০৩:১৩:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ থেকে শুরু হলো নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ২০২০ এ অংশ নেয়ার আবেদন প্রক্রিয়া।

বুধবার (০২৬ আগস্ট) সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

অক্টোবরের ২ থেকে ৪ তারিখ নাসা আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৯টি শহর থেকে ১৮টি দল অংশ নিতে পারবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন যেকোনো বয়সীরা।

নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ মূলত মহাকাশে নাসার রকেট উৎক্ষেপনের ক্ষেত্রে নানা সমস্যার সমাধান চাওয়া হয়। অংশগ্রহণকারীদের কাছে পাওয়া সমাধান নিয়ে নাসা বাস্তবে সেসব সমস্যার সমাধান করে থাকে।

বাংলাদেশের ৯টি শহর থেকে আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে ২টি করে মোট ১৮টি দল অংশ নিতে পারবে মূল প্রতিযোগিতায়। এবারে প্রতিযোগিদের অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

আরও পড়ুন