বিনোদন, রাজধানী

শুরু হলো ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ ১০:০৯:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে শুরু হলো ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, ২০১৯।

শনিবার বিকেলে, পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এতে, বিশ্বের ৪৫টি দেশের সাম্প্রতিক কালের স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র দেখানো হবে।

শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত। চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন ও শিল্পকলা অ্যাকাডেমীর চিত্রশালা মিলনায়তনে। উৎসব শেষে জুড়ি বোর্ডের মাধ্যমে তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচন করা হবে।

আরও পড়ুন