রাজধানী

শূন্য ৫টি আসনে উপ-নির্বাচন নিয়ে ভাবছে আওয়ামী লীগ

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৮:২০:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শূন্য ৫টি সংসদীয় আসনে উপ-নির্বাচন নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে।

এসব আসনের সাবেক সংসদ সদস্যদের উত্তরসূরি নাকি নতুন কাউকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে দলের ভেতরে। তবে এসব নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি নিয়েই ভাবনা ক্ষমতাসীন দলে।

কয়েক মাসে বেশ কয়েকজন সংসদ সদস্য মৃত্যুবরণ করায় এ মুহূর্তে শূন্য রয়েছে ৪টি সংসদীয় আসন। এছাড়া, সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা ১০ আসন থেকে পদত্যাগ করেছেন শেখ ফজলে নুর তাপস। 

গাইবান্ধা ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি  ইউনুস আলীর সরকারের বড় ছেলে ড. ফয়সাল ইউনুস, জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। 

বাগেরহাট ৪ আসনে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ। 

বগুড়া ১ আসনে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মরহুম আবদুল মান্নানের স্ত্রী শাহদারা মান্নান মনোনয়ন চান।

ইসমাত আরা সাদেকের যশোর ৬ আসনে মনোনয়ন চান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, চলচ্চিত্র নির্মাতা ওয়াহেদ সাদেক, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। 

শেখ তাপসের ঢাকা-১০ আসনে আলোচনায় রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া, তাপসের স্ত্রী আফরিন তাপস, বড়ভাই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশও রয়েছেন আলোচনায়।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, "প্রার্থী বাছাইয়ে ত্যাগী এবং আদর্শিক বঙ্গবন্ধুর কর্মীদের যাচাইবাছাই করার কাজ করবে মনোনয়ন বোর্ড।" 

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করবে দলটির মনোনয়ন বোর্ড। 

আরও পড়ুন