জেলার সংবাদ, অপরাধ, স্বাস্থ্য

শেখ হাসিনা মেডিক্যালে কেনাকাটায় দুর্নীতির তদন্ত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০১৯ ০৯:২৫:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সকাল থেকে কমিটির প্রধান স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আজম খান তদন্ত শুরু করেন।  

নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তদন্তের সময় তিনি ২০১৭-১৮ সালে দরপত্রের মাধ্যমে কেনা যন্ত্রপাতি ও উপকরণ পর্যবেক্ষণ করেন।

এছাড়া, কেনাকাটায় জড়িতদের সঙ্গে কথা বলেন। হবিগঞ্জের সহকারী কমিশনার ইয়াসিন আরাফাত রানাসহ পুলিশ সদস্যরা তদন্তের সময় উপস্থিত ছিলেন। গত ২রা ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে এবং ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন