বাংলাদেশ, জেলার সংবাদ, সংস্কৃতি

শেষ হলো ঐতিহ্যবাহী বাউল মেলা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ১২:৪৫:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীতে শেষ হলো তিনদিনব্যাপি সাতশত বছরের পুরনো ঐতিহ্যবাহি বাউল মেলা।

প্রতি বছরের ন্যায় এবারও মেলা উপলক্ষে মেঘনা তীরের এই বাউল আখড়াধামে মেলার আয়োজন করা হয়। হাজির হয়েছেন শতাধিক বাউল সাধক। অন্যান্য বছর সাতদিন ব্যাপী হলেও করোনার জন্য এবছর মেলা হয়েছে তিনদিন।

বাউল মেলা উপলক্ষ্যে দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা নিয়ে বসেছেন স্টল। এতে পাওয়া যাচ্ছে বাঙালির চিরচেনা মুখরোচক খাবার, খেলনা, গৃহস্থলীর তৈজসপত্র, আসবাবপত্র, বিভিন্ন ধরণের তৈরি পোশাক, মাটি ও বাঁশের তৈরি জিনিসপত্র। মেলায় এসে খুশি দর্শনার্থীরাও।     

আরও পড়ুন