খেলাধুলা, ফুটবল

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শিরোপা জয় বায়ার্নের

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা অক্টোবর ২০২০ ০৮:২৬:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বায়ার্ন মিউনিখের মৌসুমের পঞ্চম শিরোপা ঘরে তুলেনিল।জার্মান সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাভারিয়ানরা।

জোড়া গোল খেয়ে পিছিয়ে পড়া বরুশিয়া ডর্টমুন্ড ঘুরে দাঁড়ালো দারুণভাবে। শেষ পর্যন্ত অবশ্য ট্রেবল জয়ীদের আটকাতে পারেনি তারা। শেষ দিকে ব্যবধান গড়ে দিলেন জসুয়া কিমিচ। জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মাতল বায়ার্ন মিউনিখ।

ম্যাচের ১৮ মিনিটে ডেডলক ভাঙেন বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড কোভান্তান তোলিসো। এরপর ৩২ মিনিটে আলফেসো ডেভিসের ভলিতে হেড কোরে স্কোয়ারলাইন ডাবল করেন থমাস মুলার। সাত মিনিট বাদেই অবশ্য ডর্টমুন্ডের পক্ষে একটা গোল শোধ করেন ইউলিয়ান ব্রান্ট। আরলিং হালান্ডের অ্যাসিস্ট কাজে লাগান তিনি। ৫৫ মিনিটে নরওয়েজিয়ান অ্যাটাকার হালান্ড নিজেই বল ফেলেন বায়ার্নের জালে, ম্যাচে ফেরে সমতা। ড্রয়ের শেষ হওয়ার পথে ছিল নির্ধারিত ৯০ মিনিট। কিন্তু ৮২ মিনিটে জসুয়া কিমিচের অদ্ভুত ফিনিশিংয়ে ম্যাচটা জিতে নেয় বাভারিয়ান্স।  

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম নারী রেফারি বিবিয়ানা স্টাইনহাউস। ২০০৫ সালে আন্তর্জাতিক ম্যাচের জন্য ফিফার রেফারি প্যানেলে যোগ হয়েছিল তার নাম। আর তিন বছর আগে বুন্ডেসলিগায় অভিষেক হয়েছিল বিবিয়ানার। সুদীর্ঘ পথচলায় ৪১ বছর বয়সে বিদায় জানালেন তিনি। 

আরও পড়ুন