এশিয়া

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলা: সন্দেহভাজনদের বিরুদ্ধে ২৩ হাজার অভিযোগ

Tanjia Khanam Borshon

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে নভেম্বর ২০২১ ০৮:১৮:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কায় ২০১৯ সালে ইস্টার সানডের দিনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে ২৩ হাজারের বেশি অভিযোগ আনা হয়েছে। মামলায় স্বাক্ষী করা হয়েছে এক হাজার ২১৫ জনকে।

গতকাল মঙ্গলবার বোমা হামলায় জড়িত ২৫ অভিযুক্তের বিচার শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছে হত্যার ষড়যন্ত্র, হামলায় সহায়তা ও প্ররোচণা এবং অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ।

হামলা চালানো আট আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিহত হয়। তবে তাদের সহযোগী এবং আত্মীয়দের হামলায় অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দুই আত্মঘাতী হামলাকারীর বাবা এবং ইসলামিক স্টেট এর সদস্য হিসেবে সন্দেহভাজন এক শ্রীলঙ্কার নাগরিক।

মামলায় সম্পৃক্ত আইনজীবীরা জানিয়েছেন, বিপুল পরিমাণ অভিযোগ এবং অতিরিক্ত স্বাক্ষীর কারণে এই বিচার শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডে’র দিনে তিনটি চার্চ এবং তিনটি পাঁচতারকা হোটেল লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে ৪৫ বিদেশি নাগরিকসহ ২৬৭ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়। পাঁচ শতাধিক মানুষের বেশিরভাগই শ্রীলঙ্কার সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ছিলেন।

আরও পড়ুন