জাতীয়, রাজধানী, শিক্ষা

সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় বর্ষপূর্তি পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ১লা জুলাই ২০২০ ১১:১৬:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোভিড পরিস্থিতিতে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে ৯৯ তম বর্ষপূর্তি পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়।

সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অনলাইনে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যরা। এসময় বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান সকলকে শুভেচ্ছাা জানান। উপাচার্য বলেন, আগামী দিনে বিশ্বমানের গবেষণা পরিচালনা এবং গবেষণা সম্প্রসারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে মূল চ্যালেঞ্জ। 

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ১৯২১ সালের ১ লা জুলাই তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।পরবর্তীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধসহ সব গণ-আন্দোলন ও সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। 

আরও পড়ুন