বাংলাদেশ, তারুণ্য, জাতীয়

সংসদে অবাধ বিতর্ক জাতীয় সমস্যার সমাধান সম্ভব: ইকবাল সোবহান চৌধুরী

Faruque

ডিবিসি নিউজ

শনিবার ৬ই নভেম্বর ২০২১ ০৬:৪৯:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষা, দেশপ্রেম ও ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে তরুণদের দেশের জন্য যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।  

শনিবার, সিরডাপ মিলনায়তনে 'নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ: মোকাবেলায় চাই যথাযথ আইনি কাঠামো'-এই প্রতিবাদ্যে ছায়া সংসদ-এর আয়োজন। ভেজাল, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টিমান বাড়ানো নিয়ে বক্তব্য দেন বিরোধী পক্ষের সদস্যরা।  পাল্টা জবাব দেন সরকার পক্ষের সদস্যরা।
জাতীয় সংসদের আদলে বক্তৃতা করেন বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রীও।  তুলে ধরেন চ্যালেঞ্জ, সফলতা ও উন্নয়ন।
বক্তারা সরকারী ও বিরোধী দলের ভূমিকায় নিজেদের বক্তব্য তুলে ধরেন। 
ছায়া সংসদের প্রতিফলন জাতীয় সংসদে দেখা গেলে দেশের অনেক সমস্যা যুক্তিতর্ক দিয়ে সমাধান করা সম্ভব বলে মনে করেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেন, ছায়া বিতর্কের মতো জাতীয় সংসদে যুক্তিতর্কের মাধ্যেম সমস্যা সমাধানের প্রচেষ্টা চালালে জাতীয় পর্যায়ে অনেক সমস্যার সমাধান সম্ভব। 
যুব শক্তিকে ঠিকভাবে কাজে লাগানো গেলে,  সব অন্ধকার কেটে যেতে বাধ্য, এমন আশাবাদ জানান অনুষ্ঠানের অতিথিরা।

আরও পড়ুন