বিবিধ, স্বাস্থ্য, নারী

সঙ্গী কিছুতেই সন্তুষ্ট নন? মেয়েদের অর্গ্যাজম নিয়ে ৫টি ভুল ধারণা

Faruque

ডিবিসি নিউজ

সোমবার ৭ই মার্চ ২০২২ ০৭:১১:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেয়েদের যৌনসুখ এবং অর্গ্যাজম নিয়ে বেশির ভাগ ছেলেরই প্রচুর ভুল ধারণা রয়েছে। হয়তো সেই কারণেই যৌনমিলনের আনন্দ দু’জনে সমান ভাবে উপভোগ করছেন না।

মেয়েদের শরীর নিয়ে ছেলেরা কি আদৌ সচেতন? তাঁদের যৌনসুখ নিয়ে ধারণাও অনেকের কাছে স্পষ্ট নয়। মেয়েদের অর্গ্যাজম নিয়ে যত ভুল ধারণা বেশির ভাগ ছেলেদের মধ্যে রয়েছে, সেগুলি দূর করা যাক।

১। যৌন মিলনেই সব মেয়েদের অর্গ্যাজম সম্ভব

এর চেয়ে ভুল ধারণা আর হতে পারে না। নারী-পুরুষের সঙ্গমেই একমাত্র মেয়েদের অর্গ্যাজম হতে পারে, এমন ধারণা মন থেকে প্রথমেই দূর করুন। ‘ক্লিটোরাল স্টিমিউলেশন’ না হলে অন্তত ৭৫ শতাংশ মেয়েদের যৌন মিলনে অর্গ্যাজম হয় না। তবে এর মানে এই নয়, সঙ্গম তাঁরা উপভোগ করছেন না। মেয়েদের জন্য যৌনসুখ শুধুই অর্গ্যাজম নয়। তাই হীনমন্যতায় ভুগবেন না। যে মেয়েদের ক্লিটোরাস যোনির কাছাকাছি, তাঁদের ক্ষেত্রেই সঙ্গমের সময়ে অর্গ্যাজম হওয়ার সম্ভাবনা বেশি।



২। ভাইব্রেটরের ব্যবহারের কারণেই সঙ্গমে অর্গ্যাজম হচ্ছে না

এই বস্তাপচা ধারণাও মন থেকে ফেলে দিন। বরং সঙ্গমের সময়ে যদি চান আপনার নারী সঙ্গীরও অর্গ্যাজম হোক তা হলে পেনেট্রেশনের পাশাপাশি ক্লিটোরাসে ভাইব্রেটর ব্যবহার করতে পারেন। মেয়েদের জন্য যৌনসুখে অর্গ্যাজমই যেমন শেষ কথা নয়, তেমনই সঙ্গমের সময়ে দু’জনেরই অর্গ্যাজম হওয়াটা বাঞ্ছনীয় তো বটেই। মেয়েরা হস্তমৈথুন করতে যদি ভাইব্রেটর ব্যবহার করে থাকেন, সে ক্ষেত্রেও সঙ্গমের সময়ে অর্গ্যাজম না হওয়ার কোনও সম্পর্ক নেই।

৩। মেয়েদেরও ইজাকুলেশন হয়?

অবশ্যই। তবে পর্ন ছবিতে যেমন দেখেন, তেমনটা নয়। শ্যুটিংয়ের আগে মেয়েদের যোনির মধ্যে জলের প্যাকেট ঢুকিয়ে ওই ধরনের দৃশ্যের শ্যুটিং হয়। তবে বাস্তব জীবনেও মেয়েদের যোনি থেকে কিছু তরল বেরিয়ে আসতে পারে। সেগুলি আদপে কী, তা এখনও জানতে পারেননি চিকিৎসকরা। তবে খুব একটা জানার চেষ্টা করেছেন বলেও মনে হয় না।



৪। সব মেয়েদের অর্গ্যাজম হয়

এটিও ভুল ধারণা। ১০ থেকে ১৫ শতাংশ মেয়ে আনর্গ্যাজমিয়ায় ভোগেন। মানে তাঁদের কোনও ভাবেই অর্গ্যাজম হয় না। কোনও কারণে যদি তাঁদের বড়সড় ‘ট্রমা’ থাকে কিংবা অ্যান্টিডিপ্রেসান্ট খেতে হয়, তা হলে এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই হয়। তবে তার মানে এই নয়, যে সেই মেয়েরা হতাশায় ভুগছেন। অর্গ্যাজম ছাড়াও তাঁরা তাঁদের যৌনজীবন যথেষ্ট উপভোগ করেন।

৫। মেয়েদের সব সময়ে একাধিক অর্গ্যাজম হয়

সিনেমা এবং জনপ্রিয় টিভি সিরিজ দেখে দেখে এই ধরনের একটি ধারণা তৈরি হতে পারে ছেলেদের মনে। মাল্টিপ্‌ল অর্গ্যাজম বা একের পর এক অর্গ্যাজম নাকি সর্বক্ষণ হচ্ছে মেয়েদের। সত্যিটা আদপে উল্টো। বেশির ভাগ সময়ে একটি অর্গ্যাজম হতেই যথেষ্ট সময় লেগে যায় মেয়েদের শরীরে। তবে এমন কিছু হওয়া যে অসম্ভব, তা নয়। অনেক মেয়েই কিছু কিছু ক্ষেত্রে একাধিক অর্গ্যাজম অনুভব করতে পারেন।

আরও পড়ুন