আন্তর্জাতিক, অন্যান্য

সবচেয়ে দামী কোম্পানীর অবস্থান হারাল অ্যাপল, শীর্ষে সৌদি কোম্পানী

Md. Riad Hossain

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মে ২০২২ ০৫:২৪:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির অবস্থান হারিয়েছে অ্যাপল। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদক কোম্পানি আরামকো দুই বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে আইফোন নির্মাতার কাছ থেকে।

 বুধবার অ্যাপলের শেয়ারমূল্য কমে দাঁড়িয়েছে দুই দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলার।  অন্যদিকে আরামকোরবাজার মূল্য এখন ২ দশমিক ৪২ ট্রিলিয়ন ডলার।  
২০২০ সালের পর এই প্রথম আরামকো শীর্ষস্থানে পৌঁছালো। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এ বছর পূঁজিবাজারে জ্বালানি উৎপাদকদের মূল্য বেড়েছে।‎ অপরদিকে, প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতায় অ্যাপলের শেয়ারমূল্য বছরের শুরুর অবস্থান থেকে শতকরা প্রায় ২০ ভাগ নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রে চার দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফিতি চলছে। এরই মধ্যে, নিউ ইয়র্কের পূঁজিবাজার ন্যাসডাকে বুধবার সূচকে পতন ঘটেছে তিন দশমিক দুই শতাংশ। এ বছর অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায় আরামকো কোম্পানির শেয়ারমূল্যও বেড়েছে। এদিকে প্রযুক্তি পণ্যের বিক্রি কমে যাওয়ায় এ বছর অ্যাপলের শেয়ারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে।
খবর বিবিসি

আরও পড়ুন