জেলার সংবাদ, কৃষি

সবজি চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুরের মাঠে মাঠে শিম, লাউ, বেগুন, কপিসহ নানা জাতের সবজি শোভা পাচ্ছে। অথচ এক সময় এই অঞ্চলের কৃষকেরা শুধু ধান চাষ করতেন।

সবজি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন রংপুর অঞ্চলের কৃষকেরা। এক সময় তারা ধানের উপর নির্ভরশীল থাকলেও এখন সবজি চাষ করছেন। অল্প সময়ে ফলন, খরচ কম এবং দাম ভালো পাওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে সবজি চাষে।

রংপুর মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কৃষক শাখাওয়াত হোসেন তিন বছর ধরে শিম আবাদ করে ভালো দাম পেয়েছেন। এবার শিমের পাশাপাশি অন্যান্য সবজিও চাষ করেছেন। অল্প সময়ে ফসল তোলার পাশাপাশি রোগবালাই এবং লোকসানের শংকা কম বলে শাখাওয়াতের মতো অনেকেই এখন সবজি চাষ করছেন।

কৃষি বিপণন অধিদপ্তরের মতে, শস্য বিন্যাসের পাশাপাশি চাহিদা ও উৎপাদন কাছাকাছি থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আর কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সবজি চাষে আগ্রহী করতে মাঠ দিবসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

রংপুর অঞ্চলে চলতি মৌসুমে ৩৮,২৭১ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে।

আরও পড়ুন