জাতীয়, প্রবাস

সমঝোতা স্মারক সই হলে ডিসেম্বরেই মালয়েশিয়া যাবে কর্মীরা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ১৭ই ডিসেম্বর ২০২১ ১২:৩১:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সমঝোতা স্মারক স্বাক্ষর হলে চলতি ডিসেম্বরেই মালয়শিয়া কর্মী পাঠানো শুরু হবে। সে ক্ষেত্রে অভিবাসন ব্যয় হতে পারে সাড়ে তিন লাখের কম।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমেদ। বিদেশে যেতে বিমানবন্দরে কর্মীদের ভোগান্তির জন্য কোনোভাবেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দায় নয় বলেও দাবি করেন তিনি। মালয়শিয়া ছাড়াও নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, উজবেকিস্থান, আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০২১-২২ অর্থ বছরের প্রথম চার মাসে আড়াই লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান হয়েছে এবং নভেম্বর মাসে এক লাখ ২৮ হাজার ৬৩ জন কর্মী বিদেশে গেছেন। এই ধারা অব্যাহত থাকলে এই অর্থবছরের সাত থেকে আট লাখ লোকের কর্মসংস্থান হবে।

আরও পড়ুন