অর্থনীতি, বিশেষ প্রতিবেদন, কৃষি

সমতলে চা বিপ্লব, উৎপাদনে চট্টগ্রামকে ছাড়িয়ে গেছে পঞ্চগড়

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ১০:২৪:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই দশকে উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে চা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

এলাকার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি ভাগ্য পরিবর্তন হয়েছে চা চাষিসহ সংশ্লিষ্টদের। গেল বছর চা উৎপাদনে চট্টগ্রামকে ছাড়িয়ে গেছে পঞ্চগড়।

পঞ্চগড়ের সীমান্তের ওপারে ভারতে শত শত চা বাগান। অথচ এপাড়ে একই ধরনের জমি অনাবাদি হিসেবে পড়ে ছিলো বছরের পর বছর। ১৯৯৬ সালে তেঁতুলিয়ায় এসে পতিত জমিতে চা চাষের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০০ হাজার সাল থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে চায়ের চাষ।

একের পর এক গোচারণ ভূমি ছেয়ে যায় চা পাতার সবুজে। গড়ে ওঠে ছোট-বড় কয়েক হাজার চা বাগান। বদলে যায় হাজারো কৃষক, শ্রমিক ও বেকারের ভাগ্য। গেল বছর জেলায় চা উৎপাদন হয়েছে এক কোটি কেজি, যা চট্টগ্রামের চেয়েও বেশি। কিন্তু, নিলাম মার্কেট না থাকায় দাম নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে চাষিদের।

তবে, এরপরও প্রতি বছর ১০০ কোটি টাকারও বেশি চা বিক্রি হচ্ছে। পঞ্চগড়ের চা রপ্তানি হচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে।   বাজার স্থিতিশীল থাকলে পঞ্চগড়ের চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, মূল্য স্থিতিশীল থাকলে পুরো পঞ্চগড়ে চা শিল্পের বিকাশ ঘটবে।

চা শিল্পের বিকাশে স্বল্পমূল্যে চারা সরবরাহ, বিনামূল্যে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেয়াসহ নানা কার্যক্রম চালানোর কথা জানায় জেলা চা বোর্ড। কৃষি বিভাগের তথ্যমতে পঞ্চগড়ে চা চাষের উপযোগী জমি রয়েছে ১৬ হাজার একর। বর্তমানে চাষ হচ্ছে ৮ হাজার ৬ একর জমিতে।

আরও পড়ুন