রাজনীতি

সমালোচনা এড়াতেই সরকার তড়িঘড়ি করে বাজেট পাস করেছে: মির্জা ফখরুল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা জুলাই ২০২০ ১২:৫৮:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এই বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ জনগণকে হতাশ করেছে।

সমালোচনা এড়াতেই তড়িঘড়ি করে বাজেট পাস করেছে সরকার। আর এই বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল ১১টায় ভার্চুয়াল প্রেস কনফারেন্সেএকথা বলেন তিনি।

তিনি বলেন, এই বাজেট মানুষের নাভিশ্বাস বাড়াবে। ভেঙে পড়বে অর্থনীতি। স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে আপদকালীন বাজেট করার প্রয়োজন ছিলো বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংকটকালীন সময়েও বাজেটে হতদরিদ্রদের জন্য সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক নির্ধারণ করায় সারা দেশে সমালোচনা হলেও তা কমায়নি সরকার। রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংশোধন করে খসড়া নতুন আইন প্রণয়নে নির্বাচন কমিশনের পাঠানো চিঠি গ্রহণ করেনি বিএনপি বলেও জানান তিনি।

ফখরুল অভিযোগ করেন, করোনায় আক্রান্ত এবং মৃত্যুর যে তথ্য দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিং থেকে তাতেও জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে বলেন সেখানেও মিথ্যা তথ্য দেয়া হচ্ছে।

আরও পড়ুন