রাজধানী

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বৃষ্টি থাকবে দুয়েক দিন

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ০৮:১৩:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে।

আজ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আরও দুই দিন এই বৃষ্টিপাত থাকতে পারে। 

এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।  

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আরও পড়ুন