জেলার সংবাদ, কৃষি

সরকারি অ্যাপে ধান কেনার খবর জানে না প্রান্তিক কৃষক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৯ই ডিসেম্বর ২০১৯ ০৮:৪৯:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে কৃষকদের জন্য ডিজিটাল অ্যাপ চালু করেছে সরকার। পরীক্ষামূলকভাবে অ্যাপসটি চালু হলেও প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে এখনো এর কোনও খবর পৌঁছায়নি।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে আমন মৌসুমে ধানের গড় ফলন হয় প্রায় দেড় কোটি টন। আর বাম্পার ফলন হলে ভরা মৌসুমে কমে আসে ধানের দাম। বিপাকে পড়ে কৃষক। এবারের চিত্রও খুব বেশি ভিন্ন নয়। কৃষকরা জানান, 'ধানের দাম নাই। তাই কেউ ধান কাটতে চাচ্ছেন না। কৃষক কোন দাম পাচ্ছে না। তারা শুধু খেঁটে মরছেন।'

এ অবস্থায় কৃষককে ধান চাষে উৎসাহ দিতে সরাসরি কৃষকের কাছে ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বছর লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলেও আগামীতে পুরোপুরি অ্যাপের মাধ্যমে কৃষকের কাছে ধান কিনবে সরকার।

অ্যাপস প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয় সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান জানান,  'নির্ধারিত কিছু উপজেলায় এ অ্যাপসটি প্রয়েগ করা হবে। যে সকল উপজেলায় প্রয়েগ করা হবে, সে সকল উপজেলায় কৃষক এবং উপজেলা কর্মকর্তাকে প্রশিক্ষন দেয়া হয়েছে।'

জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে যেকোন অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা যাবে কৃষকের অ্যাপ। এরপর মৌসুমে উৎপাদন ও বিক্রির তথ্য এর মাধ্যমে জানানো যাবে সরকারকে। তবে প্রশ্ন থাকছে প্রান্তিক কৃষক অ্যাপ ব্যবহারে কতটা প্রস্তুত? কৃষকরা জানান, মোবাইলের মাধ্যমে এটা আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা চাষী আমরা এসব কিছু বুঝি না। মাইকে প্রচারণা হয়।'

অ্যাপস ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানালেও বিশ্লেষকরা মনে করেন, সমস্যার সমাধানে কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণ জরুরি। তাদের মতে, এই মুর্হুতে অ্যাপের চেয়েও কার্যকরি উদ্যোগ হতে পারে কৃষকের ব্যাংক হিসাবকে ব্যবহার করা। কৃষকদের প্রকৃত সহায়তা দিতে হলে ধান কেনার প্রক্রিয়া আরো সহজ করার কথা বলছেন বিশ্লেষকরা।

কৃষকদের কাছ থেকে ধান কেনা সহজ করা প্রসঙ্গে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, '১০ টাকা করে ৯০লাখ ব্যাংক এ্যাকাউন্ট করা হয়েছে। আমরা সেটা ব্যবহার করছি না। যে সিস্টেম টা হয়েছে সেটা ২৪ ঘন্টা থাকবে। কৃষকরা কৃষিকার্ড ব্যবহার করে এন্ট্রি দেবে। সরকার সেটা বুঝে নেবে। এ্যাকাউন্টে টাকা চলে যাবে। কৃষকদেরকে গেইটে বসে থাকতে না হয়। এটা যতদিন না করা হবে, ততদিন কৃষকের হয়রানি কোমবে না। আর কৃষকের হয়রানি যতদিন না কোমবে কৃষকও সরাসরি বিক্রি করতে যাবে না।'

সরকারি সিদ্ধান্ত অনুযায়ি, আমনে লটারিতে বিজয়ী কৃষক বোরো মৌসুমের লটারিতে অংশ নিতে পারবেন না। বিশ্লেষকরা মনে করেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার পরিমাণ না বাড়ালে বাজার ভারসাম্য রক্ষার কোনো উদ্যোগই কাজে আসবে না।

আরও পড়ুন