আন্তর্জাতিক, অন্যান্য

সলোমন দ্বীপপুঞ্জে চলমান বিক্ষোভে নিহত ৩

Faruque

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে নভেম্বর ২০২১ ০৩:০১:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সলোমন দ্বীপপুঞ্জে চলমান বিক্ষোভে তিন জন নিহত হয়েছেন। দ্বীপরাষ্ট্রটির রাজধানী হোনিয়ারার চায়না টাউন জেলার একটি পুড়ে যাওয়া ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কয়েকদিন ধরে চলা বিক্ষোভে দেশটিতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শনিবার সলোমন দ্বীপপুঞ্জের নিরাপত্তা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। মরদেহগুলো ভবনের একটি কক্ষেই পড়ে ছিল। দেহের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যাওয়ায় নিহতরা চীনা নাগরিক নাকি স্থানীয় বাসিন্দা তা নিশ্চিত হওয়া যায়নি।

চায়নাটাউন জেলার একটি দোকানে দগ্ধ মরদেহগুলো পাওয়া গেছে। লুটেরা এবং বিক্ষোভকারীদের রোষানলে পড়েছিল দোকানটি। নিরাপত্তা প্রহরীদের একজন বলেছেন, শুক্রবার রাতে দোকানের দুটি ঘরে তিনজনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ বলছে, ফরেনসিক দল এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তারা এখনো ঘটনাস্থলেই আছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি।

দাঙ্গার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই এলাকা ছেড়ে আজও বহু মানুষ অন্যত্র চলে যাচ্ছে।

আরও পড়ুন