অন্যান্য খেলা

সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে চতুর্থ বাংলাদেশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১০ই নভেম্বর ২০১৯ ০১:০০:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাঁচ দেশের অংশগ্রহনে ৫ম সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্সআপ শ্রীলঙ্কা ও নেপালের অর্জন তৃতীয়স্থান, আর পঞ্চম স্থানে ভুটান।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে মোট ৩০টি স্বর্ণ, ১০টি সিলভার ও সমান ব্রোঞ্জসহ ৫০ পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রানার্সআপ শ্রীলঙ্কার অর্জন ১২ স্বর্ণ,  ২০ সিলভার ও ১৮ ব্রোঞ্জসহ ৫০ পদক। ৮ স্বর্ণ,  ৫ সিলভার ও ১০ ব্রোঞ্জে তৃতীয় স্থানে থাকা নেপালের ঝুলিতে গেছে ২৩ পদক।

আর, ৪র্থ হওয়া স্বাগতিক বাংলাদেশ দল পেয়েছে ৭টি স্বর্ণ, ২৮টি সিলভার ও ২৪টি ব্রোঞ্জসহ ৫৯টি পদক। পঞ্চম স্থানের ভুটান পেয়েছে ১টি স্বর্ণ ও ৭টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক।

সমাপনী দিনে সিনিয়র পুরুষ দলগত কুমিতে ইভেন্টে স্বর্ণ পায় বাংলাদেশের হোসেন খান, আলামীন, রমজান, লোকমান ও আতিক। সিনিয়র পুরুষ একক কাতায় আরও একটি স্বর্ণ পেয়েছেন হাসান খান।

আরও পড়ুন