খেলাধুলা, ক্রিকেট

সাকিব চাইলে তাকে দলে নেয়া হবে: পাপন

ফারুক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই মে ২০২২ ০৩:২১:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দলের জন্য সাকিবের খেলাটা খুবই জরুরী, করোনা নেগেটিভ হয়ে ফুল ফিটনেস নিয়ে চট্টগ্রাম টেস্টে খেলবেন এই অল রাউন্ডার তেমনই প্রত্যাশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। সকালে চট্টগ্রামে গিয়ে এসব কথা বলেন পাপন ।

হঠাৎই গগন বিদারী আওয়াজে তোলপাড় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম গ্রাউন্ড, নেমে আসলো হেলিকপ্টার, ভেতরে কে বা কারা তার জন্য অপেক্ষো করতে হলো বেশিক্ষণ, একটুপরই সদলবলে নেমে আসলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি প্রেসিডেন্টের চট্টগ্রাম আগমনের খবর আগেই জানা ছিলো টাইগার টিম ম্যানেজমেন্টের। তাইতো এম এ আজিজ স্টেডিয়ামে পাপনকে স্বাগত জানানোর জন্য তৈরি ছিলেন চিফ সিলেক্টর, নান্নু, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের জন্য দুই দলই এখন অবস্থান করছে চট্টগ্রামে। সদ্য করোনা নেগেটিভ হওয়া সাকিবের চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে রয়েছে সংশয়। বিসিবি বসের প্রত্যাশা ফিটনেস টেস্টে ভালো করেই সাকিব ফিরবেন দলে।  

সাংবাদিকদের সাথে কথা বল শেষে টাইগারদের সাথে দেখা করার জন্য বিসিবি সভাপতি রওনা হলেন টিম হোটেলের উদ্দেশ্যে। 

বিসিবি বস বলেন, ‘সাকিব গতকাল রাতে করোনা নেগেটিভ হওয়ার কথা জানায়। আমি তাকে পুনরায় বিসিবির অধীনে টেস্ট করাতে বলি। আজ এখানে এসে জানতে পারলাম সে নেগেটিভ।’

অসুস্থতার কারণে খেলার বাইরে রয়েছেন সাকিব। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিসিবির মেডিকেল টিম। পাপন বলেন, ‘ওর সঙ্গে কথা হয়েছিল, নেগেটিভ হলে সে চট্টগ্রামে আসবে

বড় ব্যাপার হলো, সে অনুশীলন ও খেলার বাইরে। শারীরিকভাবে ভালো বোধ করলেও বিষয়টি স্বাস্থ্য সংক্রান্ত। মেডিকেল টিম এবং ফিটনেস ট্রেইনাররা তাকে পর্যবেক্ষণ করবেন।’ 

আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের ফ্লাইটে উঠবেন সাকিব। ১৫ই মে প্রথম ম্যাচ হওয়ায় অনুশীলনের জন্য মাত্র এক দিন পাচ্ছেন সাকিব। পাপন বলেন, ‘সে শুধু কালকে অনুশীলন করার সুযোগ পাবে। শুনেছি সন্ধ্যা ৭টার ফ্লাইটে সে এখানে আসবে।’

পাপনের মতে, কোভিড থেকে সুস্থ হয়ে পাঁচ দিনের টেস্ট খেলাটা কঠিন। তবে সীমিত ওভারের ম্যাচ হলে সাকিবকে খেলার অনুমতি দিতে সমস্যা ছিল না বিসিবির। পাপন বলেন, ‘হয়তো সে খেলতে পারে, নাও খেলতে পারে। এটা বলা মুশকিল। নির্ভর করছে ওর ফিজিক্যাল কন্ডিশনের উপর। কোভিড থেকে রিকভার করে টেস্ট খেলাটা ভিন্ন। টি-টোয়েন্টি বা ওয়ানডে হলে তাকে বলতাম খেলো। কিন্তু এটা পাঁচদিনের খেলা। এটা যেনো তার জন্য ক্ষতির কারণ না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। ’

পাপন বলেন, ‘তবে সাকিব যদি খেলতে চায় অবশ্যই তাকে দলে নেব। সাকিবের ইচ্ছার উপর নির্ভর করছে। অনুশীলন করে যদি তার মনে হয় সে খেলতে পারবে এবং এরপর যদি মেডিকেল টিম তাকে ক্লেয়ারেন্স দিয়ে দেয় সে অবশ্যই খেলবে। আমাদের কোনো সমস্যা নেই।’

আরও পড়ুন