জেলার সংবাদ, স্বাস্থ্য

সাতক্ষীরায় লকডাউন বাড়লো এক সপ্তাহ

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ০২:৩১:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধির ফলে সাতক্ষীরায় এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে লকডাউন।

ফলে, আগামী ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় লকডাউন থাকবে। বৃহস্পতিবার (১০ জুন), চলমান এক সপ্তাহের লকডাউনের ৬ষ্ঠ দিনে দুপুরে জেলা করোনা কমিটির ভার্চুয়াল মিটিংয়ে আরো এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।। এসময় শহরের কাঁচাবাজার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা করোনা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে দুইজন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সকল ইউএনও, রাজনীতিবিদ, বিজিবি সিও ও গণমাধ্যমকর্মীরা যুক্ত ছিলেন।

মিটিংয়ে জেলার সীমান্ত ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানদের আরো দায়িত্বশীল হওয়ার জন্য নির্দেশনা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠ পর্যায়ে আরো কঠোর হওয়ার পরামর্শ দেয়া হলে তা বাস্তবায়নে ভূমিকা রাখার কথা জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন