আন্তর্জাতিক, ভারত, বলিউড

সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে ভারতে খুলল সিনেমা হল

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই অক্টোবর ২০২০ ০৩:৪৭:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার সংক্রমণ কমতে থাকায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে সিনেমা হল খুলে দেয়া হয়েছে। তবে এখনই মুক্তি পাচ্ছে না নতুন কোন সিনেমা। 

সাত মাস পর ভারতের বেশিরভাগ জায়গায় খুলে দেয়া হলো সিনেমা হল। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সিনেমা হলগুলোতে। সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ সিনেমা হলগুলোতে অর্ধেক দর্শককে সিনেমা দেখানোর ব্যবস্থা করেছে।  এছাড়া অনলাইনে টিকেট ক্রয়, মাস্ক পরা ও তাপমাত্রা পরীক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে।

উৎসবের সময় হলেও বলিউড এখনই নতুন কোন সিনেমা উপহার দিচ্ছে না দর্শকদের। মুম্বাইসহ ভারতের কয়েকটি রাজ্য সিনেমা হল খোলার বিষয়ে এখনো সতর্ক রয়েছে।  

গত কয়েকদিন থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে। তবে হল খোলার কারণে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

করোনা সংক্রমণ রোধে গত মার্চ মাসের মাঝামাঝি প্রায় ১০ হাজার সিনেমা হল বন্ধ করে দেয় ভারত।

আরও পড়ুন