ফুটবল

সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার জিমি গ্রাভিস অসুস্থ হয়ে হাসপাতালে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৮ই এপ্রিল ২০২০ ১১:৫৫:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার জিমি গ্রাভিস গুরুতর অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তবে, সাবেক ইংলিশ তারকা করোনা আক্রান্ত কিনা নিশ্চিত হওয়া যায়নি এখনো।

৮০ বছর বয়সী জিমি গ্রাভিস ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে শিরোপা জয়ের ম্যাচে জিমির বদলি খেলোয়াড় হয়ে মাঠে নেমে হ্যাটট্রিক করেন স্যার জিওফ হার্স্ট।

জাতীয় দলের জার্সিতে ৫৭ ম্যাচে ৪৪ গোল করেছেন এই লিজেন্ডারি ফুটবলার। ক্লাব ক্যারিয়ারে টটেনহ্যামের হয়েই করেছেন রেকর্ড ২২০ গোল। টটেনহ্যাম ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাভিসের অসুস্থতার কথা। একইসঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে তার পরিবারের সাথে।

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরারদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি।

আরও পড়ুন