বাংলাদেশ, জাতীয়, অপরাধ, আইন ও কানুন

'সাবেক এনএসআই প্রধান ওয়াহিদুলের বিচার শুরু'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ০১:১৬:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের বিচার শুরু হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়। আগামী ২৪শে নভেম্বর থেকে এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।  

এই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ৩০শে অক্টোবর তদন্ত শেষ করে ট্রাইব্যুনাল। তদন্তে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ পাওয়া যায়। ১৯৭১ সালের ২৮শে মার্চ বিকেলে ওয়াহিদুল হক রংপুর ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর ২৯ ক্যাভেলরি রেজিমেন্টের অ্যাডজ্যুটেন্টের দায়িত্বে থেকে চারটি সামরিক জিপে মেশিনগান লাগিয়ে গুলি করে ৫/৬শ স্বাধীনতাকামী বাঙালিকে হত্যা ও গণহত্যা করে।  

পরে তাদের মরদেহ পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়।  এছাড়া ওই এলাকায় বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

আরও পড়ুন