বাংলাদেশ, অর্থনীতি

সাভারে চামড়া শিল্প নগরীর ৮ কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই অক্টোবর ২০২০ ০৯:৫৮:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবেশ ছাড়পত্র না থাকাসহ দূষণের অভিযোগে সাভারের চামড়া শিল্প নগরীর ৮টি কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব রুবিনা ফেরদৌসী।

তিনি জানান, কয়েক বছর ধরে এই ৮টি ট্যানারি কারখানা বর্জ্য ফেলে ট্যানারির পাশের ধলেশ্বরী নদীর পরিবেশ দূষণ করছিলো। এসব অভিযোগের ভিত্তিতে তাদের ২১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে দ্রুত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়ার পাশাপাশি, দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন