আন্তর্জাতিক, এশিয়া

সামরিক জান্তা গণহত্যা চালাচ্ছে: অভিযোগ মিয়ানমারের গণমাধ্যমের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১১ই এপ্রিল ২০২১ ০৮:১২:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমার সেনাবাহিনী সাধারণ মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এমন অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম নিউজ নাওকে এক আন্দোলনকারী বলেছেন, এটি গণহত্যার সামিল। মিয়ানমার সেনাবাহিনী ছায়া দেখলেও গুলি করছে। এর আগে শনিবার মিয়ানমারের কেন্দ্রীয় শহর বাগোতে সামরিক বাহিনীর গুলিতে ৮০ জনের বেশি নাগরিক নিহত হয়।

অভিযোগ উঠে, হত্যাযজ্ঞ চালানোর পর মরদেহগুলি সরিয়ে ফেলে সেনাবাহিনী। হত্যাযজ্ঞের পর বাগো এবং ইয়াঙ্গুন শহর থেকে জনগন পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ছয় শতাধিক জনগনকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

আরও পড়ুন