আন্তর্জাতিক, পাকিস্তান

সামরিক বাহিনীর সমালোচনা, পাকিস্তানে উপস্থাপককে অব্যাহতি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুন ২০২১ ০২:৩৮:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ নেটওয়ার্কের জনপ্রিয় রাজনৈতিক টকশো উপস্থাপক হামিদ মীরকে অব্যাহতি দিয়েছে চ্যানেলটির কর্তৃপক্ষ।

তবে এই অব্যাহতি সাময়িক কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায় নি।

সংশ্লিষ্ট কয়েকজন জানান, মীরকে অব্যহতি দিতে চ্যানেলের উপর সামরিক বাহিনী ব্যাপক চাপ প্রয়োগ করেছে। গত সপ্তাহে সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলায় এক গণমাধ্যমকর্মীকে নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মিছিলে সামরিক বাহিনীর তীব্র সমালোচনা করেন হামিদ মীর।

এর আগে ২০১৪ সালে সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া মীর জানিয়েছেন, গণমাধ্যমের উপর সামরিক বাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন তিনি।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করতেই গণমাধ্যমের বিরুদ্ধে নতুন করে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন সমালোচকরা। তবে ইমরান খান ও সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন