বাংলাদেশ, জাতীয়, রাজধানী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক সাংস্কৃতিক জোটের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই অক্টোবর ২০২১ ০৮:২৫:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অপরদিকে, মন্দিরে হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা প্রায়ই ঘটলেও তা মোকাবিলার প্রস্তুতি নেই। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। সমাবেশ থেকে আগামী ১৯শে অক্টোবর সারা দেশে সম্প্রীতি রক্ষা দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাসির উদ্দিন ইউসুফ, রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুসসহ সাংস্কৃতিক নেতাকর্মীরা।

এদিকে, শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ সময় পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, অন্যের ওপর দায় চাপিয়ে লাভ নেই, মন্দিরে হামলার ঘটনা ও মৃত্যুর দায় ক্ষমতাসীনদেরই নিতে হবে।  

অন্য বক্তারা বলেন, বিচারহীনতার কারণে সাম্প্রদায়িক হামলা বাড়ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পথে বলেও আশঙ্কা করেন তারা। এজন্য ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু আইন বাস্তবায়নের দাবি জানান তারা।

এছাড়া, মানববন্ধন করেছে ইসকন বাংলাদেশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ আরও কয়েকটি সংগঠন।

আরও পড়ুন