জাতীয়, অপরাধ

সাহেদের অন্যতম সহযোগী শিবলী পাঁচদিনের রিমান্ডে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই জুলাই ২০২০ ০৮:২১:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার ভুয়া সনদপত্র প্রদানসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের অন্যতম সহযোগী ও হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলীকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) শিবলীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, বুধবার (৮ জুলাই) রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার আগে, গত মঙ্গলবার (৭ জুলাই) সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করে র‌্যাব। সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার নামে নানা ধরনের প্রতারণার প্রমাণ পাওয়া যায়। পরে রিজেন্ট হাসপাতালের দু’টি শাখাই বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

অন্যদিকে, রিজেন্ট হাসপাতালের অভ্যর্থনাকারী কামরুল ইসলাম নামে এক আসামি শিশু হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে, তাকে গাজীপুরের কিশোর সংশোধনীতে পাঠানোর আদেশ দেন বিচারক।

আরও পড়ুন