জেলার সংবাদ, ভ্রমণ

সাড়ে ৭ মাস পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই নভেম্বর ২০২১ ০৮:২৭:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাড়ে ৭ মাস পর চালু হল টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় টেকনাফ জেটিঘাট থেকে ৩ শতাধিক পর্যটক নিয়ে একটি জাহাজ সেন্টমার্টিন ছেড়ে যায়।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হলেই এই রুটে চলতি মৌসুমে জাহাজের সংখ্যা আরো বাড়ানোর কথা ভাবছে সংশ্লিষ্টরা।  

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৩১০ জনকে নিয়ে মঙ্গলবার পরীক্ষামূলক যাত্রা শুরু করে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। প্রবাল পাথর আর নীল জলের সেন্টমার্টিন যেতে পারার খুশি ছিলো পর্যটকদের চোখে-মুখে। জেটিঘাট পরিদর্শনে গিয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সামনের দিনগুলোতে জাহাজের সংখ্যা আরো বাড়ানো হবে।  

আর কক্সবাজার টেকনাফের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক অমৃত কুমার দেব জানান, পর্যটকদের নিরাপত্তায় সবধরণের ব্যবস্থা নিয়েছেন তারা। পরে, টেকনাফ থেকে জাহাজটি সেন্টমার্টিন পৌঁছালে ফুল দিয়ে পর্যটকদের শুভেচ্ছা জানানো হয়।দীর্ঘদিন পর পর্যটক আগমন ঘটায় দারুণ খুশি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা।

আগামী ২০শে নভেম্বর থেকে এই রুটে আরও ৫টি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন