খেলাধুলা, ক্রিকেট

সিদ্ধান্ত পরিবর্তনে তামিমের সঙ্গে কথা বলবেন সুজন

আবু বকর

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে জানুয়ারী ২০২২ ০৪:৪২:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় দলের হয়ে তামিম ইকবালের টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন টিম ডাইরেক্টর খালেদ মাহমুদ সুজন। আগামী একবছর সিনিয়র ক্রিকেটারদের দলে চান তিনি।

এজন্য এই বিষয়ে তামিমের সঙ্গে আলোচনাও করবেন তিনি।

জাতীয় ক্রিকেট দলের টিম ডাইরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, 'তামিমের এই ঘোষণায় একটু অবাকই আমি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবেনা। তখন সেভাবে ভালোমতো কথা হয়নি। আমি চাইব দেশের সবচেয়ে ভালো দলটাই খেলুক।'

তিনি আরও বলেন, 'সাকিব-তামিম না খেললে তো সমস্যা। জানি, ওদের শেষের সময় শুরু হয়েছে। তাও আরও দুই তিন বছর খেলবে। আমি চাই, আগমী একটা বছর তামিম খেলুক। আগামীকাল তামিমের সঙ্গে দেখা হলে ওর সঙ্গে কথা বলব। আসলে ওর সমস্যাটা কোথায়?'

এর আগে, শনিবার রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকার মধ্যকার ম্যাচ শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ায় জানিয়েছেন, তামিম ইকবাল তাকে বলেছেন, তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ফিরতে চান না বা জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে আগ্রহী না।

বিসিবি সভাপতির কণ্ঠে তামিম ইকবালের আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে না ফেরার খবরে বিস্মিত খালেদ মাহমুদ সুজন।

আরও পড়ুন