খেলাধুলা, ক্রিকেট

সিনিয়র টিমে একটা সুযোগের অপেক্ষায় ছিলেন সেঞ্চুরিয়ান তামিম

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৭:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিনিয়র টিমে একটা সুযোগের অপেক্ষায় ছিলেন টাইগার যুব দলের ওপেনার তানজিদ হাসান তামিম। সাত নাম্বারে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়েছেন যুব বিশ্বকাপ যেতা তামিম। জুনিয়র তামিমের ব্যাটিং দেখে মুগ্ধ দলের আরেক সেঞ্চুরিয়ান আল আমিন জুনিয়র। বিসিবি একাদশ ক্যাপ্টেন বলছেন জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলেই টেস্ট জিতবে টাইগাররা।

৬৯ রানেই নেই পাঁচ উইকেট। জিম্বাবিয়ান পেইস আর স্পিনে নাস্তানাবুদ বিসিবি একাদশের টপ অর্ডার। ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি অনূর্ধ্ব ঊনিশ বিশ্বকাপ সেমিফাইনালের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। কাটা পড়েছেন চৌত্রিশে।

যেখানে বিসিবি একদশের লেজের তালশে রোডেশিয়ান বোলিং অ্যাটাক সেখান থেকেই ঘুরে দাড়ানোর গল্প। ক্যাপ্টেন আল আমিন জুনিয়রের সাথে আন্ডার নাইন্টিন বিশ্বকাপের তারোকা তানজিদ হাসান তামিমের ২১৯ রানের আনবিটেন পার্টনারশিপ। ৮৭ বলে সেঞ্চুরি। খেলা শেষে তামিমের ব্যাটে ১২৫। সেন্টারে দাড়িয়ে জুনিয়র তামিমের ব্যাটিং উপভোগ করেছেন দলের ক্যাপ্টেন।

যুব বিশ্বকাপের ওপেনার হিসাবে খেললেও কেরিয়ারের প্রথম সিনিয়র টিম অ্যাসাইনমেন্টে সাত নাম্বার পজিশনে খেলেছেন তানজিদ হাসান তামিম। আর প্রথম দানেই বাজিমাত।

শুরু থেকেই কাউন্টার অ্যাটাক বেছে নিয়েছিলেন তামিম। উইকেটে তামিমকে দারুন সাপোর্ট দিয়েছেন ক্যাপ্টেন আল আমিন। আরেক প্রান্তে তুলে নিয়েছেন হিসাবি সেঞ্চুরি। প্রথম কোন ইন্টারন্যাশনাল দলের বিপক্ষে মাঠে নামার আগে নাকি চাপেও ছিলেন তামিম।

আরও পড়ুন