জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

সিরাজগঞ্জে শুভ মহালয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই সেপ্টেম্বর ২০২০ ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরাজগঞ্জে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে জেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জলন এবং চন্ডীপাঠের মধ্যে দিয়ে মহালয়া অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরিবেশন করা আহবান সঙ্গীত। পিতৃপক্ষের বিদায় আর দেবী পক্ষের আগমনী বার্তা মহালয়া।

মহালয়ার দিন দেবী দুর্গা দেবলোক থেকে মত্তলোকে আসে। ভাদ্রমাসের শুক্ল পক্ষে তিথিতে এই অনুষ্ঠান পালন করা হয়। প্রত্যেক বছর দুর্গা পুজার ৬ দিন আগে এই মহালয়া অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবছর বিশেষ তিথির কারনে এটি পুজোর প্রায় এক মাসে আগে অনুষ্ঠিত হয়েছে। করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এই আয়োজন করা হয়। এসময় দেশ ও জাতীর শান্তি কামনা করে করা হয় বিশেষ প্রার্থনা।

আরও পড়ুন