জেলার সংবাদ, আইন ও কানুন

সিরিজ বোমা হামলার ঘটনায় ঝালকাঠিতে ২ জনের যাবজ্জীবন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৩:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ঘটনায় ঝালকাঠির দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ।

ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান বুধবার (১৯শে ফেব্রুয়ারি) দুপরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি শহরের বিকনা এলাকার ইউনুছ মল্লিকের ছেলে জিয়াউর রহমান ও রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মৃত মোশারফ হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু জনান, ২০০৫ সালের ১৭ই আগস্ট বেলা ১১ টা ৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো ঝালকাঠি শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়, ঝালকাঠি সদর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

মামলায় আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয় এবং বরিশাল কোতয়ালী থানার বোমা বিস্ফোরণের একটি মামলার আসামি আবু সোলায়মান সুজনের জবানবন্ধিতে জিয়াউর রহমানের নাম প্রকাশ পায়।

আরও পড়ুন