জেলার সংবাদ, আইন ও কানুন

সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে অক্টোবর ২০২০ ০৪:০৮:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে এসপিবিএনে বদলি করা হয়েছে।

আর, নতুন কমিশনার করা হয়েছে নিশারুল আরিফকে। তিনি ঢাকায় এসপিবিএন এর উপ পুলিশ মহা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে ১৯ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলির কারণ হিসেবে প্রজ্ঞাপনে ‌‌‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে। এছাড়া আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

১৯৯১ সালে ১২তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন গোলাম কিবরিয়া। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম জেলায় এএসপি হিসাবে পদায়ন হয় তার। ২০০৪ সালে তিনি পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান।

গোলাম কিবরিয়া নাটোর, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া ডিএমপি এবং সিএমপি এর উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুন