বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা-ধাওয়া

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ১১:১৪:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেট নগরীর আখালিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ট্রাক ভাঙচুর ও পুলিশের সাথে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নগরীর আখালিয়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রাতে আম্বরখানা থেকে আখালিয়া যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী ফয়জুর রহমান।

এসময়, আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনের দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো -ট- ২০-০৩৬৮) মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলে বিক্ষুুদ্ধ জনতা ট্রাকে ভাঙচুর  ও সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এতে আহত হন দুই পুলিশ সদস্য।

এসময় পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় একঘন্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

পরে পুলিশ ট্রাক জব্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন