অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত

সুদানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহালের পরিকল্পনা সেনাবাহিনীর

Faruque

ডিবিসি নিউজ

রবিবার ২১শে নভেম্বর ২০২১ ০২:৫৯:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে ক্ষমতাচ্যুত করার এক মাস না পেরোতেই তাকে আবারও ক্ষমতায় পুনর্বহালের পরিকল্পনা করেছে দেশটির সামরিক বাহিনী।

পরিকল্পনা অনুযায়ী নতুন চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হামদক স্বাধীন একটি মন্ত্রীসভা গঠন করতে পারবেন। এছাড়া সামরিক ও বেসামরিক রাজনৈতিক দলগুলির রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে। চুক্তি ঘোষণার আগে রবিবার এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী হামদক ও সেনাবাহিনীর প্রধান। গত ২৫শে অক্টোবর সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান বিক্ষোভে নেতৃত্বদানকারী সংগঠনগুলো সামরিক বাহিনীকে পুরোপুরি রাজনীতি থেকে অব্যাহতির আহ্বান জানিয়ে আসছে।

এদিকে সুদানজুড়ে বড় বিক্ষোভের ডাক দিয়েছে অভ্যুত্থানবিরোধীরা। সামরিক শাসনের বিরোধিতায় চলমান আন্দোলনের মধ্যেই রবিবার বড় পরিসরে বিক্ষোভ হওয়ার কথা। অভ্যুত্থানবিরোধী আন্দোলনে সুদানের নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত মারা গেছে ৪০ জন।

আরও পড়ুন