আন্তর্জাতিক, অন্যান্য

সুদানের ১২ মন্ত্রীর একসঙ্গে পদত্যাগ

Faruque

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে নভেম্বর ২০২১ ০৯:৩২:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক আবারও ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছেন মন্ত্রিসভার ১২ মন্ত্রী।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি তারা। পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, শ্রম ও পরিবহনমন্ত্রী রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তবে কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তারা।সুদানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর রবিবার  সামরিক কাউন্সিলের সঙ্গে এক চুক্তির মাধ্যমে  প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হন হামদক। ২৫শে অক্টোবর সেনা অভ্যুত্থানের আগে সুদানে হামদকের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল। বর্তমানে পদত্যাগ করা মন্ত্রীরা ওই সরকারেরই অংশ হিসেবে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন