আন্তর্জাতিক, এশিয়া

সু চিকে অপরাধ স্বীকার করার আহ্বান সাত নোবেলজয়ীর

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০১৯ ১১:০৮:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে গণহত্যাসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সব অপরাধ স্বীকার করার আহ্বান জানিয়েছেন সাত নোবেলজয়ী।

সু চি মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নেয়ায় উদ্বেগও প্রকাশ করেছেন তারা। মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় গাম্বিয়ার প্রশংসা করে সু চিকে রোহিঙ্গাদের প্রতি ব্যক্তিগত ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

সাত নোবেলজয়ী হলেন: শিরিন এবাদি, লেমাহ গোবোই, তাওয়াককুল কারমান, মারিদ মাগুইর, রিগোবার্তা মেনচু তুম, জোদি উইলিয়ামস এবং কৈলাস সত্যার্থী।

আরও পড়ুন